Main Menu

শামসুুদ্দিন হাসপাতালে ৩ করোনা রোগি ভর্তি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত ৩ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান্, যাদের একটু বেশী সমস্যা রয়েছে তাদের এখানে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে আইসিইউ প্রয়োজন হতে পারে এমন রোগীদের প্রাধান্য দেয়া হয় বেশী।

জানা গেছে, গত বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় দুই জনের শরীরে ধরা পড়ে মরণব্যাধি কোভিড -১৯। আক্রান্ত দু’জনই পুরুষ। বৃহস্পতিবার সকালে তাদের শরীরে করোনা শনাক্তের খবর জানায় সংশ্লিষ্টরা। এদের মধ্যে একজনের বাড়ি গোয়ানঘাট উপজেলা ও অপরজনের বাড়ি জৈন্তাপুর উপজেলায়। এদিন েকেলে তাদের শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে সুনামগঞ্জে করোনায় আক্রান্ত ২ নারীর মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। গত সোমবার তাকে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জের আক্রান্ত অপর নারী চিকিৎসাধীন রয়েছেন সুনামগঞ্জ সদর হাসপাতালে।

সব মিলিয়ে শামসুদ্দিন হাসপাতালে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনের চিকিৎসা চলছে। হাসপাতালে করোনা সন্দেহে আরো ৮ জন রোগী রয়েছেন বলে জানিয়েছেন, শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

Share





Related News

Comments are Closed