Main Menu

স্পেনে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে স্পেনে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত প্রবাসীর নাম জাকির হক ওরফে আনোয়ার হোসেন (৬৭)।

রোববার (৫ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৪টায় মাদ্রিদে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাকির হকের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমিরাবাদ গ্রামে। বাংলাদেশ দূতাবাস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে করোনাভাইরাসে স্পেনে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

জানা গেছে, ১০ দিন পূর্বে জাকির হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাদ্রিদে স্থানীয় আলকালা দে হেনারেস এর হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি ঘটলে ৪ দিন পূর্বে তাকে আইসিউতে নেয়া হয়। পরে রোববার তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ দূতাবাস সূত্রের পাশাপাশি মাদ্রিদে বাংলাদেশি মানবাধিকার সংস্থার সভাপতি মো. ফজলে এলাহীও বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, গত ২৬ মার্চ হোসাইন মোহাম্মদ আবুল (৬৭) নামে এক প্রবাসী মারা যান। তার দেশের বাড়ি নারায়ণগঞ্জে। স্পেনে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন আবুল।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। দেশটিতে ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজারের উপর মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ও ১২ হাজারের উপর মানুষ মৃত্যুবরণ করেছেন। অনেক প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বিভিন্ন মাধ্যমে শোনা গেলেও সঠিক পরিসংখ্যান জানা যাচ্ছে না।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৭০ জন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে থেকে দুই জন মৃত্যুবরণ করেছেন।

Share





Related News

Comments are Closed