Main Menu

৬ এপ্রিল থেকে ওসমানী মেডিকেলে করোনা পরীক্ষা

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী সোমবার (৬ এপ্রিল) থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টায় এক ভিডিও বার্তায় একথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষাগার স্থাপন করেছি। আগামী সোমবার থেকে সেখানে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হবে। এতে সিলেটবাসী উপকৃত হবেন।’

তিনি জানান, সারাদেশে ৪০ হাজার টন খাদ্য নিম্ন আয়ের মানুষদের মধ্যে বণ্টন করা হয়েছে। সিলেট-১ আসনে যথেষ্ট খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে। সিলেট নগরে প্রয়োজনীয় বরাদ্দের চেয়ে ১০০ টন বেশি খাদ্য দেয়া হয়েছে। এসব ত্রাণ বিতরণে কেউ যদি অনিয়ম করে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

0Shares

Related News

Comments are Closed