Main Menu

ঢামেকে বিনা খরচে করোনা পরিক্ষার ব্যবস্থা

বৈশাখী নিউজ ডেস্কঃ করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বিনা খরচে করা যাবে দেশের সর্ববৃহৎ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে আসা যেকোনো রোগী সরাসরি হাসপাতালে হাজির হয়ে বিনা খরচে এই পরীক্ষা করাতে পারবেন। তিন থেকে চার ঘণ্টার মধ্যেই করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার ফলাফল জানা যাবে।

করোনা শনাক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুজনের নমুনা সংগ্রহ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলোজি বিভাগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষার কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন, আক্রান্ত হয়েছে ৫৪ জন। সারা বিশ্বে মারা গেছে ৪২ হাজারের বেশি মানুষ। শুরু থেকে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করে আসছিল সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তবে অনেকের অভিযোগ ছিল, করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করাতে গিয়ে তাঁরা বিড়ম্বনার শিকার হয়েছেন।

অবশ্য আজ বুধবার থেকে করোনা শনাক্তের পরীক্ষা শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

Share





Related News

Comments are Closed