Main Menu

পুকুর থেকে হাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় রহস্যজনকভাবে মারা গেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড এন্ড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী খন্দকার সিহাবুল শিশির (২২)।

রোববার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মারুফ আহমেদ।

তিনি জানান, পরিত্যক্ত একটি পুকুরে খন্দকার সিহাবুল শিশিরকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে জানালে রোববার সকাল সাড়ে ১০টায় মুক্তাগাছা থানার পুলিশ তার লাশ উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, খন্দকার সিহাবুল শিশির ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী। তিনি সেমিষ্টারের ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে বাড়িতে গিয়েছিলেন।

খন্দকার সিহাবুল শিশিরের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মারুফ আহমেদ।

0Shares

Related News

Comments are Closed