Main Menu

আইসিইউতে লতা মঙ্গেশকর

বৈশাখী নিউজ ডেস্ক: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়ায় রোববার (১০ নভেম্বর) মাঝরাতে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু।

এই মুহূর্তে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সেখানে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে।

হাসপাতালের একটি সূত্র জানায়, ‘‘রোববার রাত দেড়টা নাগাদ লতা মঙ্গেশকরকে হাসপাতালে আনা হয়। সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইসর ফারুখ ই উদওয়াড়িয়ার তত্ত্বাবধানে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি।’’

শ্বাসকষ্টের পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের গোলমাল ধরা পড়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, লতা ড. ফারুক-ই উদ্বদিয়ার তত্ত্বাবধানে রয়েছেন।

সর্বজন শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর ভারতের অন্যতম সেরা গায়িকা। শুধু হিন্দি ভাষায় এক হাজার গানে কণ্ঠ দিয়েছেন। ২০০১ সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হয়েছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা

0Shares

Related News

Comments are Closed