Main Menu

কোরআন নিয়ে মহাকাশে নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র আল-কোরআন নিয়ে প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠালো সংযুক্ত আরব আমিরাত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) আমিরাত সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে মহাকাশে যাত্রা শুরু করেন দেশটির প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরি (৩৪)। কাজাখিস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সয়ুজ এমএস ১৫’ এর মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করে।

হাজ্জা আল-মানসুরির সফরসঙ্গী হিসেবে রয়েছেন নভোচারী আমেরিকান জেসিকা মেয়ার এবং রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার।

তার সঙ্গে পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা সংযুক্ত আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ নিয়েছেন।

আগামী ৩ অক্টোবর সকাল ১১টা ৩৪ মিনিটে হাজ্জা কাজাকিস্তানে ফিরে আসার কথা রয়েছে।

Share





Related News

Comments are Closed