ইবিতে ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর
প্রকাশিতকাল: ৪:৩০:৪৮, অপরাহ্ন ২৮ জুলাই ২০১৯, সংবাদটি পড়েছেন ১১১ জন
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। অনলাইনে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর হতে শুরু হয়ে চলবে ১ অক্টোবর পর্যন্ত।
রবিবার (২৮ জুলাই) প্রশাসন ভবনে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বছর ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদভূক্ত মোট ৪ টি ইউনিটের অধীনে ৩৩ টি বিভাগে ২২৭৫ জন পরীক্ষার্থী ভর্তি করানো হবে।
এবার ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকবে ৬০ নম্বর, নৈর্ব্যক্তিক লিখিত পরীক্ষা হবে ২০ নম্বর এবং এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/ সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে থাকবে (২০+২০)= মোট ৪০ নম্বর।
আগামী ৪ নভেম্বর হতে ৮ নভেম্বর পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৫ নভেম্বর। মেধা ও অপেক্ষমান মেধার ভর্তি চলবে ৩০ নভেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ক্লাস শুরু ২০২০ সালের ১১ জানুয়ারি।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. সেলিম তোহা, অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্টসহ ভর্তি কমিটির সদস্যবৃন্দ। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।
Related News

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: কৃষি ও কৃষির প্রাধান্য থাকা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় সমন্বিতভাবে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিতRead More

সিকৃবিতে ‘সমন্বিত পদ্ধতিতে’ ভর্তি পরীক্ষা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘সমন্বিত পদ্ধতিতে’ ভর্তিRead More
Comments are Closed