• Home

www.boishakhinews24.com

আজ ১৪ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
Main Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সিলেট বিভাগ
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • সিলেট নগরী
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • ক্রীড়া
  • বিনোদন
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • সাহিত্য
  • বিশেষ সংবাদ
  • বিভাগীয় সংবাদ
    • ঢাকা
    • খুলনা
    • চট্রগ্রাম
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
  • অন্যান্য
    • ফিচার
    • শিক্ষা
    • নারী
    • কৃষি
    • লাইফ স্টাইল
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • স্বাস্থ্য তথ্য
    • বিচিত্র সংবাদ

এরশাদের ছেলে-মেয়েরা কে কী করেন?

প্রকাশিতকাল: ৩:৪১:৩২, অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯, সংবাদটি পড়েছেন ১৭৪ জন

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করা এরশাদ গত ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এরশাদের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে বিভিন্ন প্রতিবেদন উঠে আসছে। এরশাদের দুই স্ত্রী ও সন্তান-সন্ততিদের বর্তমান অবস্থান তুলে ধরা হচ্ছে মিডিয়াগুলোতে।

এরশাদ মূলত দুই পুত্র সন্তানের জনক। তবে তাঁর দুটি দত্তক সন্তানও রয়েছে। এরশাদের দুই পুত্র হলেন- রাহগির আল মাহি এরশাদ ওরফে শাদ এরশাদ ও এরিক এরশাদ। আর আরমান এরশাদ ও জেবিন এরশাদের দত্তক নেয়া পালিত সন্তান।

সাবেক এই রাষ্ট্রপতি তাঁর লিখা ‘আমার কর্ম আমার জীবন’ শীর্ষক আত্মজীবনীমূলক গ্রন্থে এই চার সন্তানের কথাই উল্লেখ করেছেন। তাঁর মৃত্যুর পর এখন সন্তানেরাই তার উত্তরাধিকার।

এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক থাকার সময় ১৯৮৩ সালে প্রথম স্ত্রী রওশন এরশাদের কোলে আসে তাদের প্রথম সন্তান। তবে এ নিয়ে বিতর্কও ছিল। শেষ পর্যন্ত পুত্রের নাম রাখা হয় রাহগির আল মাহি এরশাদ (শাদ এরশাদ)। তরুণ বয়সেই নানা বিতর্কিক কর্মকাণ্ডে জড়িয়ে গ্রেফতারও হয়েছিলেন শাদ এরশাদ।

এর পর মালয়েশিয়ায় দীর্ঘ প্রবাস জীবন শেষে এখন ঢাকাতেই থাকেন শাদ। পেশায় ব্যবসায়ী পরিচয় দিলেও শাদের ব্যবসা সংক্রান্ত কোনও তথ্য কখনও জানা যায়নি। গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ (ফুলবাড়ি-সদর-রাজারহাট) আসন থেকে শাদকে প্রার্থী করার গুঞ্জন উঠেছিল। ৩৬ বছর বয়সী শাদকে নিয়ে গত ২৮ জুন সিএমএইচে এরশাদের শয্যাপাশে গিয়েছিলেন রওশন এরশাদ।

নব্বইয়ের দশকের শেষ দিকে বিদিশা ইসলামকে বিয়ে করেন এরশাদ। ২০০১ সালে বিদিশার কোল আলো করে জন্ম নেয় এরশাদের দ্বিতীয় পুত্র। নাম রাখা হয় শাহতা জারাব (এরিক এরশাদ)। ২০০৫ সালে বিদিশার সঙ্গে ডিভোর্সের পর থেকে এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় বাবার সঙ্গেই থাকতো ১৮ বছর বয়সী এরিক এরশাদ।

২০০৫ সালে এরশাদ ও বিদিশার বিচ্ছেদ হয়। এর পর পুত্র এরিককে নিয়ে এরশাদ ও বিদিশার যুদ্ধ আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত আদালতের রায়ে এরিকের দায়িত্ব পান এরশাদ।

ঘনিষ্ঠজনরা বিভিন্ন সময় গণমাধ্যমকে জানিয়েছেন, এরিক ছিলেন এরশাদের কাছে সবচেয়ে প্রিয়। রাজনৈতিক ব্যস্ততার কারণে খুব বেশি সময় দিতে না পারলেও এরিককে নিয়েই ছিল এরশাদের যত ভাবনা।

একবার এক অনুষ্ঠানে পুত্র এরিক প্রসঙ্গে এরশাদ বলেছিলেন, ‘রাজনৈতিক ব্যস্ততার কারণে আমি এরিককে খুব বেশি সময় দিতে পারিনি। মাত্র ২ বছর বয়সে এরিক আমার জীবনে এসেছিল। শিশুকাল থেকেই সে ছিল স্নেহবঞ্চিত। পায়নি মাতৃস্নেহও। আমিও ওকে যথেষ্ট স্নেহ-ভালবাসা দিতে পারিনি, রাজনৈতিক ব্যস্ততায় ওকে বরাবরই পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছি।’

আরেকবার চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় একটি টকশোতে পুত্র এরিককে সঙ্গে নিয়ে এসেছিলেন এরশাদ। ওই অনুষ্ঠানে দর্শকদের একটি গান গেয়ে শোনায় এরিক। পুত্রের কণ্ঠে গান শুনে সেদিন খুশিতে চোখের জল ফেলেছিলেন এরশাদ।

শাদ এরশাদ ও এরিক এরশাদ ছাড়াও এইচ এম এরশাদের আরও দুই সন্তান রয়েছে। তারা দুজনেই এরশাদের দত্তক নেয়া পালক সন্তান। এর মধ্যে পুত্র ২৫ বছর বয়সী আরমান এরশাদ বর্তমানে এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসাতেই থাকেন। আর একমাত্র পালিত কন্যা ৩৫ বছর বয়সী জেবিন এরইমধ্যে বিয়ে করে লন্ডনে স্থায়ী হয়েছেন।

প্রসঙ্গত, ১৯৮৬ সালের সাধারণ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। স্বৈরাচারবিরোধী তীব্র আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা থেকে বিদায় নেন এরশাদ। এরপর গ্রেফতার হয়ে দীর্ঘ কারাবাসে ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রংপুরের কোনও আসন থেকে কোনও দিন পরাজিত হননি পল্লীবন্ধু।

জাতীয় Comments are Off


« সিলেটে আমদানী নিষিদ্ধ সিগারেট জব্দ (Previous News)
(Next News) কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক সার্জেন্টের মৃত্যু »



Related News

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো.Read More

শহীদ বুদ্ধিজীবী দিবস শনিবার

বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের হাতেRead More

  • ডিসেম্বরের শেষে আসছে মৃদু শৈত্যপ্রবাহ

  • পরীক্ষামূলক চালু হলো ঢাকা-সিকিম বাস সার্ভিস

  • ডিজিটাল বাংলাদেশ দিবস আজ

  • জাতীয় স্লোগান ‘জয় বাংলা’

  • আন্তর্জাতিক পর্বত দিবস আজ

  • হাকিমপুরী জর্দা পেলেই জব্দ

  • অবৈধ সম্পদ ভোগ করতে দেবে না দুদক

  • বঙ্গবন্ধু বিপিএলের বর্ণিল উদ্বোধন

Comments are Closed

সর্বশেষ

  • উত্তাল পশ্চিমবঙ্গ: রেল-সড়ক অবরোধ, আগুন
  • সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ
  • অবশেষে বয়স্কভাতার কার্ড পেলেন জরিনা বেগম
  • সিলেটে জালনোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ২
  • সংগ্রাম সম্পাদক ৩ দিনের রিমান্ডে
  • বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • তামাবিল দিয়ে ভারতে যেতে পারছেন বাংলাদেশিরা
  • সিলেটে উদযাপিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস
  • জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত
  • শহীদ বুদ্ধিজীবী দিবসে এসআইইউ’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আবহাওয়া

https://www.booked.net/

+22
°
C

+22°
+20°

Sylhet
Wednesday, 27

See 7-Day Forecast

এই মূহুর্তের পাঠক

৪১ Users Online
Editor: Mohammed Mohsin
Office: Block C, House 10 (Ist Floor)
KumarPara, Sylhet-3100, Bangladesh
E-mail: boishakhinews24@hotmail.com
Website: https://www.boishakhinews24.com
Phone: +880 1711 921197
© Copyright-2014 Boishakhinews24.com All Rights Reserved

Developed By Mediait

© 2019: www.boishakhinews24.com | NewsPress Theme by: D5 Creation | Powered by: WordPress