Main Menu

আলাস্কার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে সেখানকার সাধারণ মানুষের জীবন। অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া অধিদফতর।

শনিবার (৬ জুলাই) মার্কিন আবহাওয়া অধিদফতরের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এক টুইটার বার্তার মাধ্যমে বৃহস্পতিবার (৪ জুলাই) আলাস্কায় সর্বোচ্চ এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া অধিদফতর। এর আগে সেখানকার রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। বছরের এ সময়ে আলাস্কায় গড় তাপমাত্রা থাকে সাধারণত ১৮ ডিগ্রি সেলসিয়াস।

আলাস্কার ইতিহাসে সর্বোচ্চ এ তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে সেখানকার জনজীবন। যেখানে বছরের এ সময়ে সেখানকার স্থানীয়রা জ্যাকেট পরে টুপি মাথায় দিয়ে থাকে, সেখানে এবার রীতিমতো সানস্ক্রিন ক্রিম দিয়ে ঘর থেকে বের হতে হচ্ছে।

এ বছরের বসন্তে দেশটির তাপমাত্রায় এতো উষ্ণতা ছিল, এতে তখনই সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হয়েছিল। বিশেষ করে অঙ্গরাজ্যের যে অংশটুকু আর্কটিক জোনের (সুমেরুর অঞ্চলের) অংশ, সেখানকার জলবায়ু অনেক ওঠা-নামা করায় এ ধারণা করা হয়েছিল।

Share





Related News

Comments are Closed