সিলেটে পীর হাবিরের কুশপুত্তলিকা দাহ, গ্রেফতার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার বিকাল ৩টায় মিছিলটি ধোপাদিঘীরপার থেকে শুরু হয়ে বন্দরবাজার পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিক্ষোব্ধ নেতাকর্মীরা পীর হাবিবুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলুর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য সাইদুল ইসলাম হৃদয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মামুন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুমেল চৌধুরী, দেলওয়ার হোসেন, সেলিম আহমদ, মহানগর ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব, সবুজ আহমদ, ইকবাল আহমদ, জৈন্তা থানা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক পাপ্পু দাস, মো. আব্দুলাহ ইলিয়াছ, সুয়েব আহমদ, ৫নং ফতেহপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, জেলা ছাত্রদল নেতা আলী বাহার, সেলিম আহমদ, এ আর রাসেল, মোস্তাক আহমদ, মহানগর ছাত্রদল নেতা ইমাদ আহমদ, সজল আহমদ, বাধন কোরেশী, মহানগর ছাত্রদল নেতা আতিক আহমদ, দেলওয়ার হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সায়েম আহমদ, নাসিম নেওয়াজ, সারওয়ার আহমদ, রেজওয়ান, রানা, তামিম জায়গীরদার, দ্বীপ ঘোষ, আল আমিন, মকবুল আহমদ, রাফেকুল আহমদ, ইমরান আহমদ, তুহিন, ইফতি, এমরান, রায়হান, রাসেদ, নয়ন, আকাশ, রুবেল, সাবের প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার উপর দায়েরকৃত গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের আহবান জানান।
Related News
বিদ্যুতের ৩৩ কেভি লাইনে ক্রুটি, সিলেটে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট চলছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায়Read More
মাধবপুরে পরিবহন শ্রমিকদের জন্য নির্মিত হচ্ছে আধুননিক বিশ্রামাগার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ১২৮ কিলোমিটার এ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামকস্থানে দূরপাল্লা বাস,Read More
Comments are Closed