দিরাইয়ে যাত্রীবাহী নৌকা থেকে পড়ে নিখোঁজ শিশু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী নৌকার জানালা দিয়ে পড়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে দিরাই পৌর শহরের বাজার ব্রিজ সংলগ্ন চামটি নদীতে ঘটে মর্মান্তিক এই ঘটনা।
নিখোঁজ শিশুর নাম তানহা। সে শাল্লা উপজেলার শিমেরকান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগম দম্পতির কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা মাসেদা বেগম সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী একটি যাত্রীবাহী নৌকায় ওঠেন। বাড়ি ফেরার উদ্দেশ্যে নৌকায় উঠেই মেয়েকে একটি কলা খেতে দিয়ে নিজের ব্যাগ গুছাচ্ছিলেন তিনি। এসময় শিশু তানহা মায়ের অজান্তে জানালার কাছে চলে যায় এবং হঠাৎই চামটি নদীতে পড়ে যায়। ব্যাগ গুছিয়ে মেয়ের খোঁজ নিতে গিয়ে সন্তানকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন মাসেদা বেগম। মুহূর্তেই ঘাট এলাকায় ছড়িয়ে পড়ে শোকের ছায়া।
খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
নৌকার চালক মোহাম্মদ হাকিম জানান, “বাজার ব্রিজ সংলগ্ন ঘাট থেকে বেলা ১১টার দিকে আমাদের নৌকাটি শাল্লা হয়ে আজমেরীগঞ্জ যাওয়ার কথা ছিল। আমরা তখন সকালের নাস্তা করছিলাম। হঠাৎ যাত্রীদের চিৎকার শুনে এসে বিষয়টি জানতে পারি।”
দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিশির কুমার দাস বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এখানে ডুবুরি না থাকায় জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।”
এ তথ্য নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
Related News
সুনামগঞ্জে হাফ ম্যারাথন, ২১ কিলোমিটার দৌড়ে সেরা ৫৫ বছর বয়সী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আমি নিয়মিত দৌড়াই, এ জন্যই সুস্থ আছি। দৌড়ালে ওষুধRead More
ছাতকে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার
Manual7 Ad Code ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল আলোচিত ব্যবসায়ী জিয়াউর রহমান হত্যা মামলার রহস্যRead More



Comments are Closed