জৈন্তাপুরে ৫ ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত স্টোন ক্রাশার ও বালু ধৌতকরণ মেশিনের বিরুদ্ধে ভাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন।
সোমবার (১৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। অভিযানে জৈন্তাপুরের বিভিন্ন এলাকায় অবস্থিত বেশ কয়েকটি অবৈধ স্থাপনায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জানা যায়, জৈন্তাপুর এলাকার লক্ষ্মীপুর ১ম খণ্ড এলাকার একটি বাইব্রেটর (বালু ওয়াশিং) মেশিন, আসামপাড়ার আম্মাজান স্টোন ক্রাশার, মুনতাহা স্টোন ক্রাশার এবং ৪নং বাংলাবাজার এলাকার জালালী স্টোন ক্রাশারসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে একটি ট্রাককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন, আবাসিক প্রকৌশলী (পিডিবি) সজল চাকলাদার, ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. রুহুল আমিন, উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসিত বরণ দাস, জৈন্তাপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক রাজিবুল হাসানসহ পুলিশের একটি দল এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, ‘অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।’
Related News

ওসমানীনগরে প্রবাসী নারীকে হয়রানির অভিযোগ আ.লীগ নেতা ও পুলিশের বিরুদ্ধে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশ ও নিষিদ্ধ আওয়ামী লীগRead More

সিলেট-তামাবিল সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল-জাফলং মহাসড়কের কাটাগাঙ নামক স্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষেরRead More
Comments are Closed