Main Menu

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হযরত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

Manual7 Ad Code

রোববার (৮ জুন) বিকেলে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাতাকান্দি গ্রামের উসমান মিয়া ও একই গ্রামের হারুন মিয়ার লোকজনের মধ্যে আগের বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রোববার বিকেলে নতুন হাটিতে উসমান মিয়ার চাচা রহিম মিয়া ও হযরত আলীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘাত বেধে যায়। বিকেল সাড়ে ৫টার থেকে প্রায় দেড় ঘণ্টার মতো সংঘর্ষ চলে।

Manual3 Ad Code

সংঘর্ষে হযরত আলী গুরুতর আহত হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হযরত আলী হারুন মিয়ার পক্ষের লোক ছিলেন।

নিহতের ভাই মস্ত মিয়া জানান, সংঘর্ষে তাঁদের পক্ষের অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

ঘটনার খবর পেয়ে কাগাপাশা ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এসআই রুপক দাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উসমান মিয়ার নানাবাড়ি কাগাপাশা ইউনিয়নের বগী গ্রাম থেকে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Manual6 Ad Code

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ৩০ জন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code