Main Menu

মাধবপুরে সড়ক দখল, ১০ ব্যবসায়ীকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রধান সড়কের পাশে অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তা দখলের অভিযোগে ১০ জন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার ব্যস্ততম এলাকা ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ূন কবির। এসময় মাধবপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দোকান মালিকরা দীর্ঘদিন ধরে বাজার এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। এতে সৃষ্ট যানজটের কারণে ভোগান্তিতে পড়ছিলেন সাধারণ পথচারী ও যাত্রীরা। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে ১০ জন দোকান মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন, সড়ক ও জনপথের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। জনভোগান্তি ও যানজট কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed