Main Menu

ছাতকে সুরমা ব্রীজের এ্যাপ্রোচে বিরাট গর্ত, দূর্ঘটনার আশংকা

ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে সুরমা ব্রীজের এ্যাপ্রোচ রোডের উত্তর পাড়ের গোলচত্তর অংশে রোডের নীচের মাটি সরে যাওয়ায় বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। এতে রোডটি ভেঙে পড়ে ভয়াবহ দূর্ঘটনার আশংকা করা হচ্ছে।

ঝুকিপূর্ণ সড়কে যানবাহন চলাচল না করার জন্যে সওজ কর্তৃপক্ষ সতর্কতা মূলক ব্যবস্হা হিসেবে বালু ভর্তি বস্তা বসিয়ে রাস্তায় বেরিকেড দিয়েছে। পাশাপাশি বালু দিয়ে গর্ত ভরাটের কাজও চলছে। বিশেষজ্ঞ মহলের অভিমত বালু দিয়ে গর্ত ভরাটের কাজ কোনভাবেই টেকসই হবেনা।

স্থানীয় জনসাধারণের অভিযোগ, সুরমা ব্রীজের এ্যাপ্রোচ রোডের নির্মাণ কাজে চরম অনিয়ম করা হয়েছে। নিম্ন মানের কাজের কারণে এ্যাপ্রোচ রোডের বিভিন্ন অংশে অল্প বৃষ্টিতে প্রায়ই ফাটল দেখা দেয়।

কর্তৃপক্ষ গর্ত মেরামত করে কোনমতে জোড়াতালি দিয়ে চালিয়ে নিচ্ছেন।

সুনামগঞ্জের সওজ’র নির্বাহী প্রকৌশলী ডাঃ মোহাম্মদ আহাদ উল্যা ব্রীজের এ্যাপ্রোচ রোডে আকস্মিক গর্তের সৃষ্টি হওয়ার কথা স্বীকার করে জানান, আপাতত বালু দিয়ে গর্ত ভরাটের কাজ চলছে। পরবর্তীতে এক্সপার্টের পরামর্শে কার্যকর ব্যবস্হা নেয়া হবে।

 

 

Share





Related News

Comments are Closed