ঢাকা-সিলেট রুটে চালু হচ্ছে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ভ্রমণ সহজ ও আরামদায়ক করার লক্ষ্যে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা ২৯ মে থেকে ঢাকা-সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে।
ঘোষণা অনুযায়ী, প্রতিদিন ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফ্লাইট ছাড়বে।
অপরদিকে সিলেট থেকে ফিরতি ফ্লাইট সকাল ৮টা ৫০ মিনিট ও রাত ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, “সিলেট আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। ফ্লাইট ঘাটতির কারণে সাময়িকভাবে এই রুটের কার্যক্রম স্থগিত করতে হয়েছিল। তবে এখন আমাদের বহর স্থিতিশীল হওয়ায় পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করছি।”
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ নভেম্বর অভ্যন্তরীণ রুটে কার্যক্রম শুরু করে এয়ার অ্যাস্ট্রা। বর্তমানে সংস্থাটি ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন চারটি, ঢাকা-চট্টগ্রাম রুটে পাঁচটি এবং ঢাকা-সৈয়দপুর রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করছে।
এয়ার অ্যাস্ট্রা তাদের বহরে চারটি এটিআর ৭২-৬০০ মডেলের বিমান পরিচালনা করছে, যা আঞ্চলিক রুটে নিরাপত্তা ও দক্ষতার জন্য খ্যাত।
Related News

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বৈশাখী নিউজ ডেস্ক: ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টাRead More

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনাRead More
Comments are Closed