ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে হত্যার হুমকির নিন্দা ও প্রতিবাদ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজকে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন গত গত ১৬ মে মঙ্গলবার রাত ৮টায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের মুঠোফোনে ০১৩০৬৪৫০০৩৪ নাম্বার থেকে প্রাণনাশের হুমকি দিয়েছে মোঃ ফয়েজ নামক এক ব্যক্তি।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের প্রাণের সংগঠনের একজন সৎ, দক্ষ সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজকে প্রাণনাশের হুমকির দুঃসাহস কোনভাবেই মেনে নেওয়া যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় শ্রমিক নেতৃবৃন্দ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেন, সহ সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জলিল, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. রোমান হোসেন, প্রচার সম্পাদক মো. গোলাপ খান, লাইন সম্পাদক মো. নুরুল হুদা রুবেল, কার্যকরি সদস্য মো. ইমান আলী, মো. আলমগীর হোসেন।
উল্লেখ্য, এ ব্যাপারে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News

শ্রমিকদল নেতা নুরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে সিলেট জেলা বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার সদস্য সচিব নুরুল ইসলামের ওপরRead More

শোষণ বিরোধী লড়াইয়ে জাহেদুল হক মিলু ছিলেন আপোষহীন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ওRead More
Comments are Closed