Main Menu

সিলেট-১ আসন নিয়ে জামায়াতের নির্বাচন কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফ্যাসিস্ট আওয়ামী শক্তির পতন হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী জুলাই-আগস্ট আন্দোলনে শাহাদাতবরণকারী ভাই-বোনদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে কোনভাবে নস্যাৎ করতে দেয়া যাবেনা। পতিত ফ্যাসিস্টের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দেশপ্রেমিক জনতার ঐক্যকে আরো সুংগহত করতে হবে। দেশের চলমান সংকট নিরসনে অন্তর্র্বতী সরকারের উচিত সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুষ্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা। এতে দেশ ও জাতির মঙ্গল হবে।

তিনি বলেন, একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক দল হিসেবে জামায়াত সব সময় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে ছিল। অতীতে নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তক ছিলেন জামায়াত নেতা। সুতরাং দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াত প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট-১ আসনে জামায়াতের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গণসংযোগ থেকে শুরু করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় অগ্রণী ভুমিকা পালন করবে। সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান এই মাটি ও মানুষের সন্তান। তিনি আর্ত ও মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। সিলেট নগরীর এবং সদর উপজেলার বাসিন্দাগণ তাকে সমর্থন করবেন বলে আমাদের প্রত্যাশা।

তিনি শুক্রবার (২৩ মে) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসন নিয়ে জামায়াতের নির্বাচন কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সভায় সিলেট মহানগর নেতৃবৃন্দ ছাড়াও নগরীর সকল সাংগঠনিক থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জামায়াতের সিলেট অঞ্চল টীমের সদস্য ও সাবেক মহানগরী নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুনকে আহ্বায়ক, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলকে যুগ্ম আহ্বায়ক ও সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিনকে সদস্য সচিব করে সিলেট-১ আসন নির্বাচন কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, জামায়াতের সিলেট অঞ্চল টীমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার, মাওলানা মুজিবুর রহমান, মু. আজিজুল ইসলাম, ক্বারী আলাউদ্দিন, রফিকুল ইসলাম মজুমদার, শফিকুল আলম মফিক ও শামীম আহমদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed