ভিডিও কলে বিয়ে, দেশে আসার আগেই দুর্ঘটনায় মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় ভবনের তৃতীয় তলা থেকে পড়ে তাহির মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। চার মাস আগে খালাতো বোনকে ভিডিও কলে বিয়ে করে সম্প্রতি তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
বুধবার (১৪ মে) বাংলাদেশ সময় বিকেল ৪টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত তাহির মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিসিড়ি গ্রামের মনসুর আহমেদের (ননা মিয়া) ছেলে। বাংলাদেশি সহকর্মীরা তার মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে চুনারুঘাট কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা মতিউর রহমান বলেন, ভবনে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান তাহির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, তাহির প্রায় পাঁচ বছর ধরে মালয়েশিয়ায় কাজ করছেন; ভিসা জটিলতার কারণে দেশে ফিরতে পারছিলেন না। তাই চার মাস আগে পারিবারিক সিদ্ধান্তে তার খালাতো বোনকে ভিডিও কলে বিয়ে করেছেন এবং সম্প্রতি দেশে ফেরার জন্য জোর চেষ্টা চালাচ্ছিলেন।
চুনারুঘাট উপজেলার বাসিন্দা মোহাম্মদ জাহির মিয়া বলেন, তাহির মিয়ার সহকর্মীরা মোবাইল ফোনে তার মৃত্যুর খবর বাড়িতে জানালে পরিবারে শোকের মাতম শুরু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, নিহত প্রবাসীর পরিবার সরকারি সহযোগিতা চাইলে আমরা সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Related News

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
বৈশাখী নিউজ ডেস্ক: ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালুRead More

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন সিলেটের যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: পর্তুগালের লিসবনের আলমাদা এলাকায় নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সিলেটেরRead More
Comments are Closed