Main Menu

আজমিরীগঞ্জ আ.লীগের সহ-সভাপতি মঞ্জু গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপারেশন ডেভিলহান্টের অভিযানে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু কান্তি রায় (৭০) -কে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইস্যুতে তার বিরেদ্ধে মামলা রয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার রাত ৮ টার দিকে পৌর এলাকার আজমিরীগঞ্জ সরকারী কলেজ রোডস্থ তার নিজ বাস ভবন থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইস্যুতে ৫ আগস্টের পরে মঞ্জু কান্তি রায়ের বিরূদ্ধে মামলা হয়েছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ৫ আগস্টের পরে মঞ্জু কান্তি রায়ের বিরূদ্ধে মামলা হয়েছে। এর জেরে তাকে আটক করা হয়েছে।

এদিকে আইনানুগ ব্যবস্থা শেষে আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

 

 

Share





Related News

Comments are Closed