বিয়ানীবাজারে ধর্ষিতা শিশু ১৪দিন ধরে হাসপাতালে, ধর্ষক পলাতক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হওয়া দুই বছরের শিশু কন্যা ১৪দিন থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারী বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তার গোপনাঙ্গে অস্ত্রোপাচার করা লাগবে বলে জানিয়েছেন।
গত ৪ ফেব্রুয়ারী বেলা আড়াইটার দিকে পৌরশহরের সুপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে একমাত্র অভিযুক্ত প্রতিবেশী কামাল মিয়ার ছেলে রাজু পলাতক রয়েছে।
ওই শিশু কন্যার দিনমজুর পিতা জানান, ১৪ ফেব্রুয়ারী শুক্রবার তার মেয়ের দুই বছর পূর্ণ হবে। তার অস্ত্রোপাচারের জন্য ৪০ হাজার টাকার প্রয়োজন। কিন্তু ওই টাকা যোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছেনা।
জানা যায়, ঘটনার সময়ে ওই শিশুর মা কাপড় ধোয়ার কাজে কাজে বাইরে অবস্থান করছিলেন। তখন ধর্ষক রাজু ফাঁকা ঘর পেয়ে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়ের কান্না শুনে তার মা বসতঘরে আসলে ধর্ষক রাজুকে ঝাপটে ধরেন। তবে ধস্তাধস্তি করে উলঙ্গ অবস্থায় সেখান থেকে পালিয়ে যায় রাজু।
এদিকে মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার থেকে তাকে শিশু সার্জারী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তার পিতা।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
Related News

জৈন্তাপুরে ১৫৫ কার্টুন ভারতীয় মাল্টা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সেনাবাহিনীর টহল চলাকালে একটি ডিআই পিকআপ ভর্তিRead More

বিশ্বনাথে সাবেক স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে প্রবাসীর মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডাকাত অপবাদ দিয়ে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায়Read More
Comments are Closed