সিলেটে আবাসিক হোটেল থেকে ৩ নারী-পুরুষ গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবাসিক হোটেল থেকে তিন নারী-পুরুষকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরস্থ হোটেল প্রবাস নামে আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জের দিরাই উপজেরার হোসেনপুর তালুকদার বাড়ির আব্দুল জলিলের ছেলে মো. রাসেল আহমদ (২৬), দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম তুহিন (২১) ও পপি (৩০) নামে এক যুবতী।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ৭ জানুয়ারি রাত সাড়ে ১২টায় উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের দক্ষিণ সুরমা থানাধীন মুক্তিযোদ্ধা চত্ত্বরস্থ হোটেল প্রবাস আবাসিকের বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News

শাবিপ্রবি ছাত্রদলের নতুন সভাপতি রাহাত, সম্পাদক নাঈম
শাবি সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ৭৬ সদস্য বিশিষ্ট কমিটিরRead More

সিলেটে শহীদ ওয়াসিম ব্রিগেড’র মানববন্ধন কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে বীর চট্টলার কৃতী সন্তান ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়কRead More
Comments are Closed