Main Menu

সিলেটে ভারতের তৈরি ৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারতের তৈরি ৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড হান্টার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই মোটরসাইকেল চোরাকারবারিকে।

বৃহস্পতিবার এসএমপির শাহপরান (রহ.) থানা পুলিশ সিলেট-তামাবিল সড়কে ওই মোটরসাইকেলটি জব্দ করে।

এসএমপির মিডিয়া সেল জানায়, সিলেট-তামাবিল সড়ক পথে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা একটি মোটরসাইকেল সিলেট মহানগরীতে বিক্রয়ের জন্য জন্য নিয়ে আসার পথে নগরীর টিলাগড় ফুটওভার ব্রিজের নিচে থাকা চেক পোষ্টে শাহপরান (রহ.) থানা পুলিশ মোটরসাইকেলটি বৃহস্পতিবার ভোররাতে জব্দ করে।

জব্দকৃত মোটরসাইকেলটি ভারতের তৈরী ৩৫০ সিসির দ্রুতগতি শক্তি সম্পন্ন রয়াল এনফিল্ড হান্টার।

অপরদিকে মোটরসাইকেল চোরাচালানের সাথে জড়িত সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরের বাঘেরখাল গ্রামের ফখর উদ্দিনের ছেলে নাজিম আহমেদ, গোয়াইনঘাট উপজেলার আট গ্রামের উছমান গনির ছেলে শাহিদ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার জব্দকৃত আলামত সহ গ্রেপ্তার দুই মোটরসাইকেল চোরাকারবারিকে শাহপরান (রহ.) থানা পুলিশ কর্তৃক মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed