Main Menu

মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে কিশোরের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় মো. জুনায়েদ (১৫) নামের এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার (২০ জানুয়ারি) রাত ১০ টার দিকে ভূজপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাহারটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকার দিনমজুর মো. হাসেমের ছেলে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল হক বলেন, ছেলেটি মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল, মা তা দেয়নি তাই সে বিষপান করেছে বলে জেনেছি। বিষপানের পর হাসপাতাল থেকে লাশ নিয়ে এসে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed