নারী সাজিয়ে বহিরাগত যুবককে নিজ কক্ষে নেওয়ায় ছাত্রী বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলের একটি কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ।
শনিবার (১৮ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে যুবককে আটকের পরে রাত পৌনে ২টার দিকে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই কক্ষের ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
আটক যুবক আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ (৩১) চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানা এলাকার বাসিন্দা।
হল কর্তৃপক্ষ ও আবাসিক শিক্ষার্থীরা জানান, রাত আনুমানিক ১০টার দিকে প্রথম বর্ষের (৫২তম ব্যাচ) এক ছাত্রীর সঙ্গে প্লাজু, প্যান্ট ও মুখে ঘোমটা দিয়ে হলে প্রবেশ করেন ওই যুবক। এসময়, তার পোশাক ও হাঁটার ধরন দেখে সন্দেহ করেন হলের কয়েকজন ছাত্রী। পরে শিক্ষার্থীরা বিষয়টি হল সুপারকে জানালে তিনি ওই ছাত্রীর কক্ষে গিয়ে যুবককে দেখতে পান। এ সময় যুবক ও ছাত্রীকে আটক করে হল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাত পৌনে ২টার দিকে যুবককে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক আশরাফুল ইসলাম পারভেজ নিজেকে ওই ছাত্রীর বন্ধু দাবি করে বলেন, আমাদের সাত বছরের বন্ধুত্ব। আমি হিম উৎসবে বেড়াতে এসেছি। হলে আসার সময় আমি কপালে টিপ দিয়ে, মুখ ও শরীর চাদরে মুড়িয়ে প্রবেশ করি।
ওই ছাত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের হিম উৎসবে সে এসেছিল। রাতে থাকার জায়গা না থাকায় তাকে আমি হলে নিয়ে এসেছি। আমরা কেউ আপত্তিকর অবস্থায় ছিলাম না।
এ বিষয়ে নওয়াব ফয়জুন্নেসা হল সুপার নাদিয়া সুলতানা বলেন, হলের মেয়েরা ওই ছাত্রীর কক্ষে কোনো পুরুষের উপস্থিতি বুঝতে পেরে আমাকে জানালে তাৎক্ষণিকভাবে আমি একজন নারী কর্মচারীকে সঙ্গে নিয়ে সেখানে যাই। দরজা খোলার পর আমি ওই যুবককে কক্ষে দেখতে পেয়ে তৎক্ষণাৎ হল প্রাধ্যক্ষকে জানাই।
এদিকে ছাত্রীদের হলের নিরাপত্তা জোরদার এবং হলের শৃঙ্খলা ভঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ওইদিন রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে নওয়াব ফয়জুন্নেসা হলের সামনে গিয়ে শেষ হয়।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটক যুবককে ইতোমধ্যে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে।
এছাড়া, হলের অভিযুক্ত নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে হল প্রশাসন। তাকে সেইফটির জন্য পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে। দ্রুত সময়ে জড়িতের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Related News

‘শহীদ ওয়াসিম ব্রিগেড’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে দ্বিতীয় শহীদ ও জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজ শাখার সদস্য ওয়াসিমRead More

তুরাগতীরে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ শুরু, এক মুসল্লির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। এই ধাপেRead More
Comments are Closed