সিলেটে পৌনে ৩ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৌনে ৩ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (১৮ জানুয়ারি) ভোর রাতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, মহিষ, মেলনোর স্কিন ক্রিম, আইবল ক্যান্ডি, অলিভ ওয়েল, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, কুইচা এবং চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করে।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৮১ লক্ষ ২৩ হাজার ৩০০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই পণ্যের চালানগুলো জব্দ করা হয়েছে।
Related News

গোয়াইনঘাটে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ষড়যন্ত্রমূলক মামলায় জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজেরRead More

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যাম্প গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবারRead More
Comments are Closed