এনআইডি নিয়ে ইসির জরুরি বিজ্ঞপ্তি
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি বা রোহিঙ্গারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার অপচেষ্টা করলে তাদের ধরিয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইসির সহকারী পরিচালক মো. আশাদুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। কিন্তু ভোটার তালিকা আইন ২০০৯-এর ৭(১)(ক) অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই।
এতে আর বলা হয়, বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি/দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন, যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ অবস্থায় বাংলাদেশের যে কোনো স্থানে/জেলা, উপজেলার নির্বাচন অফিসগুলোতে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টা করার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে (02-55007600); ই-মেইলে secretary@ecs.gov.bd অথবা কল সেন্টার ১০৫-এ (টোল ফ্রি) অথবা ডাকযোগে নির্বাচন কমিশনের সচিবকে জানানোর আহ্বান জানাচ্ছে সংস্থাটি।
Related News
স্থানীয় সরকার সংস্কার কমিশনকে মতামত ও সুপারিশ জানাতে আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার সংস্কার কমিশনকে যেকোনো ব্যক্তি ও সংগঠন থেকে মতামত ও সুপারিশRead More
নভেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬, আহত ৫৯৯
বৈশাখী নিউজ ডেস্ক: গত নভেম্বর মাসে সারা দেশে কমপক্ষে ১০৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এRead More
Comments are Closed