সিলেটকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: খন্দকার মুক্তাদির
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। হঠাৎ করেই ছাত্র-জনতার আন্দোলনে সাধারণ মানুষ রাজপথে নেমে আসেনি। বিগত দেড় যুগ যাবত বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘদিনের অত্যাচার-নির্যাতন-নিপীড়ন, গুম-খুন, দুর্নীতি-দুঃশাসনের কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ পুঞ্জিভূত হয়েছিল তারই বিস্ফোরণ ঘটেছে জুলাই-আগস্টের বিপ্লবে। আর এই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে বিএনপির দীর্ঘদিনের ত্যাগের মাধ্যমে। বিগত দিনের অবহেলিত অবকাঠামোগুলোর উন্নয়ন করা হবে। সিলেটকে নদী ভাঙ্গন থেকে রক্ষা, শীত মৌসুমে সেচের ব্যবস্থা এবং সিলেটকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রতিটি পর্যায়ের সবাইকে কাজ করার আহবান জানান।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী জাঙ্গাইল কালীগঞ্জ বাজার মাঠে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৬নং ওয়ার্ড বিএনপি আলী আহমদ এর সভাপতিত্বে এবং শাহজাহান আহমদ জুয়েল ও জিএম সুমন এর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম তারেক কালাম, জেলা কৃষক দলের আহবায়ক শহিদ আহমদ চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, ওয়ারিজ আলী, আহমদ আলী, আজিজুর রহমান, ফারুক আহমদ, সুদিব জ্যোতি এস, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
ভারতীয়দের বিক্ষোভে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানিসহ সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধRead More
এবছর সিলেটে এইডসে বেড়েছে মৃত্যুর সংখ্যা
বৈশাখী নিউজ ডেস্ক: রোববার (১ ডিসেম্বর) ছিলো বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে সিলেটে সরকারি-বেসরকারিভাবে নানাRead More
Comments are Closed