Main Menu

হজযাত্রীদের বিমান টিকিট নিয়ে সুখবর

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৫ সালের হজযাত্রীদের বিমান টিকিটের ওপর থেকে আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফির ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) এ–সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর।

আদেশে বলা হয়, হজের ব্যয়ের একটি বড় অংশ বিমান ভাড়া। টিকিটের ওপর প্রযোজ্য শুল্ক, ফি ও মূসক হ্রাস বা অব্যাহতি দেওয়ায় হজ পালন সাশ্রয়ী হবে।

তবে হজযাত্রীদের কত টাকা সাশ্রয় হবে, তার কিছুই আদেশে বলা হয়নি। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের ফলে হজযাত্রীদের ৫-৬ হাজার টাকা সাশ্রয় হতে পারে।

সাধারণত এয়ারলাইনসের টিকিট বিক্রির সময়ই যাত্রীদের ভ্রমণ কর বা আবগারি শুল্ক সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর চার হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। মক্কা থেকে তিন কিলোমিটার দূরে আজিজিয়ায় বাড়িভাড়া করে সেখানে রাখা হবে হজযাত্রীদের। তবে এই প্যাকেজের বাইরে এবার যাত্রীদের ৪০ হাজার টাকা আলাদা নিতে হবে।

অন্যদিকে যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন তাদের দিতে হবে সর্বনিম্ন ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। গত বছর সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। খাবারের টাকাও প্যাকেজে ধরা ছিল।

Share





Related News

Comments are Closed