Main Menu

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা পেলেন ২৪৫ জন

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ টাকা দেওয়া হয়েছে ।

ছাত্র-জনতা অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম মঙ্গলবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।

তিনি লেখেন, সোমবার পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, সিএমএইচ, বিএসএমএমইউ, নিটোর, চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার, সিআরপি সাভারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ২৪৫জন আহত যোদ্ধাকে ২কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷

তিনি আরও লেখেন, এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে আহত যোদ্ধাদের কাছে আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।

সারজিস আলম লিখেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল, সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে হতে দিতে চাই না। তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি। পাশাপাশি আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারকে আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেব ইনশাআল্লাহ।

Share





Related News

Comments are Closed