শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
শ্রীমঙ্গল সংবাদদাতা: শ্রীমঙ্গলে বালিশিরা রিসোর্ট থেকে সাবেক এক সচিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদ। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার দক্ষিণখান চালাবন এলাকার মৃত হাফিজ উদ্দিন মাস্টারের ছেলে সালাহ উদ্দিন মাহমুদ। তিনি সর্বশেষ শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৯ অক্টোবর) মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন তিনি। প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে বালিশিরা রিসোর্টে যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তার রুমে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ এসে বিকল্প উপায়ে জানালা দিয়ে ওই কক্ষে প্রবেশ করে। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই দিন এসএমই ফাউন্ডেশনের আরও কয়েকটি প্রোগ্রামে তার অংশগ্রহণ করার কথা ছিল।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সকালে আমরা তথ্য পেয়ে রিসোর্টে গিয়ে মরদেহ উদ্ধার করি। বুধবার রাত ১০টার পর থেকে বৃহস্প্রতিবার সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় তিনি মারা যান। তিনি আরও সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
এদিকে রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬ টায় তার লাশ ফ্রিজিং গাড়ীতে শ্রীমঙ্গল থানায় থাকতে দেখা যায়। ঢাকা থেকে সচিবের আত্মীয়স্বজন আসার পর সিদ্ধান্ত নেয়া হবে লাশের ময়নাতদন্ত করা হবে কী না বলে লাশবাহী ফ্রিজিং গাড়ীর চালক আজীজুল ইসলাম জানান।
Related News
রাজনগরে সড়কদূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই যুবক। নিহতRead More
৩ মাস বন্ধের পর বৃহস্পতিবার কাজে ফিরছেন এনটিসি’র ১৮ চা বাগানের শ্রমিকরা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চা শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান ও বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নের আশ্বাসে প্রায়Read More
Comments are Closed