Main Menu

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারীসহ আটক ৫

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশ করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ ধর্মঘর বিজিবি সদস্যরা ৩ নারী সহ ৫ জন আটক করেছে।

গত শুক্রবার (৪ অক্টোবর) রাতে ধর্মঘর সন্তোষপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বিজিবি মাধবপুর থানায় নিয়মিত মামলা করলে পুলিশ অবৈধ অনুপ্রবেশের চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের নির্দেশে হবিগঞ্জ কারাগারে পাঠিয়েছে।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মেঘনাপাড়া গ্রামের নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩০), তার স্ত্রী রীতা দাস (৩০) এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের রামদাসের ছেলে সোনাকান্ত দাস (৬০), একই গ্রামের রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৬০), দীপেশ দাসের স্ত্রী সতী দাস (৩০)।

২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, উল্লেখিতরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ধর্মঘর বিজিবি টহল দল আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে মামলা দিয়েছে। সীমান্তে যে কোন অবৈধ তৎপরতা ঠেকাতে বিজিবির টহল আরো জোরদার করা হয়েছে।

মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই বুলবুল আহমেদ জানান, শনিবার দুপুরে তাদের ৫ জনকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিজিবির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed