ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৮৬৬

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর সোমবার (২৩ সেপ্টেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৬ জন।
এর আগের দিন রোববার ডেঙ্গুতে ছয় জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৯২৬ জন। যা একদিনে এবছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের রেকর্ড।
এ নিয়ে চলতি মাসের ২৩ দিনে ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হলো, যা চলতি বছর কোনো এক মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। আর এই মাসের মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫৯ জন। এর আগের মাস আগস্টে মোট আক্রান্ত হয়েছিলেন ৬ হাজার ৫২১ জন এবং মোট মৃত্যু হয়েছিল ২৭ জনের।
সোমবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন দুই হাজার ৭৭২ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি এক হাজার ৪৩৭ জন এবং ঢাকার বাইরে রয়েছেন এক হাজার ৩৩৫ জন।
আর গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন রোগী ভর্তি রয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯১৪ জন। আর এ বছরে ডেঙ্গুতে মোট ২১ হাজার ৯৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২৪ হাজার ৯০০ জন। আর এ বছর মোট মৃত্যু হয়েছে ১৩৩ জনের। এর মধ্যে পুরুষের মৃত্যুর হার ৪৬ দশমিক ৬ শতাংশ এবং নারীদের মৃত্যুর হার ৫৩ দশমিক ৪ শতাংশ।
Related News

একদিনে আরো ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালেRead More

২৪ ঘণ্টায় করোনায় নতুন ২৬ রোগী শনাক্ত, একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ২৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত করাRead More
Comments are Closed