Main Menu

কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়নকালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৯ জন আরোহী ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।ওই বিমানের পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়া ওই ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে শুধু এয়ারলাইনসের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাস ঝা জানিয়েছেন, পোখারাগামী ফ্লাইটটি টেকঅফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির পাইলট ক্যাপ্টেন এমআর শাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, পাইলটের চোখে আঘাত লেগেছে, তবে তার কোনো আশঙ্কা নেই।

স্থানীয় গণমাধ্যমের ছবিতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ একটি খাদে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তা থেকে ধোঁয়া উঠছে।

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা যায়।

জরুরি উদ্ধার কর্মীরা কাজ শুরু করলে এসময় নেপালের এই প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

এর আগে ২০১৯ সালে ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশি একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed