Main Menu

সিলেট আরো ৪৬ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন খাসদবির এলাকা থেকে ২ লক্ষ ৬৩ হাজার টাকার ৪৬ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এসময় ৩ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জালাল উদ্দিন (৫৩), মো: রিপন মিয়া (২৫) ও রাসেল আহমদ (২৪)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এয়ারপোর্ট থানার খাসদবির এলাকা থেকে পিকআপভর্তি এসব চিনি জব্দ করে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করার প্রক্রিয়া চলছে।

এদিকে একইদিন ভোরে পৃথক ৩টি অভিযানে প্রায় দেড় কোটি টাকার চিনি জব্দ ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় ৭টি ট্রাক ও ১টি পিকআপ আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed