Main Menu

যুক্তরাজ্যে স্থানীয় সরকার মন্ত্রী হলেন রুশনারা আলী

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের হাউজিং কমিউনিটিজ এন্ড স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন রুশনারা আলী এমপি। বাংলাদেশী অধ্যুষিত বেথানাল গ্রিন বো আসন থেকে টানা ৫ বার এমপি নির্বাচিত হন তিনি।

রুশনারা আলী ব্রিটেনে প্রথম বাংলাদেশি এমপি হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন। ব্রিটেনে বাঙালির জয়যাত্রা নিয়ে উঠে আসে রুশনারা আলীর নাম। এরপর টিউলিপ সিদ্দিক, রুপা হক, আপসানা বেগমসহ ৪ বাঙালি এমপি পেয়েছে বাঙালি কমিউনিটি।

মন্ত্রী হিসাবে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণার ঘণ্টা দুয়েক পরেই রুশনারা আলীর মন্ত্রিত্ব পাওয়ার সংবাদ প্রকাশিত হয়।

রোশনারা আলী লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন এবং স্টেপনি আসন থেকে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি।এবার এই আসনের নাম ও সীমানা প‌রিব‌র্তিত হলেও জয়ী হন তি‌নি।

২০১০ সালে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা আলী। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

রুশনারা আলীর জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুর‌কি গ্রামে। তার বয়স যখন সাত বছর, তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার।

তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

Share





Related News

Comments are Closed