রাঙামাটিতে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন।
শনিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান।
অন্যদিকে একই উপজেলার মাইনি বাজার থেকে বাজার শেষে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নৌকার ওপর বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৫০) ও ওবায়দুল্লাহ (৩০)। এ ঘটনায় নৌকার মাঝি আক্কাস আলী (৪৫) নিখোঁজ রয়েছেন।
লংগদু থানা পুলিশের ওসি হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) মো. আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুই স্থানে বজ্রপাতে মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।
Related News
মীরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে বিএনপি নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষেRead More
টেকনাফ-সেন্টমাটিন নৌরুটে স্পীডবোট ডুবি, মা-মেয়ের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: টেকনাফ সেন্ট মার্টিন নৌ–রুটে স্পীডবোট ডুবির ঘটনায় মা- মেয়েRead More



Comments are Closed