Main Menu

সিলেটের বিরতী ফিলিং স্টেশনে আবারও অগ্নিকাণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরাবাজারে বিরতী ফিলিং স্টেশনের গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২ টার দিকে বিরতী ফিলিং স্টেশনে একটি অ্যাম্বুল্যান্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বিরতি ফিলিং স্টেশনে অ্যাম্বুল্যান্সে গ্যাস নেয়ার সময় অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। এর পরপরই পাম্পে আগুন লেগে যায়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অগ্নিকাণ্ডের পর থেকে ফিলিং স্টেশনের মালিক ও অন্যান্য স্টাফ এবং এম্বুলেন্সের ড্রাইভার ও সহকারী পলাতক রয়েছেন।

এরআগে গত বছরের ৫ সেপ্টেম্বর এই ফিলিং স্টেশনের কমপ্রেশর কক্ষে অগ্নিকাণ্ডে দগ্ধ হন ৯ ব্যক্তি। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৬ জন।

 

Share

Related News

Comments are Closed