সড়ক দূর্ঘটনায় সিসিকের নারী কর্মকর্তা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে সিলেট শহরতলীর খাদিম এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত পপি রানী তালুকদার (২৯) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা পপি রানী নগরভবনে আসার জন্য বাসা থেকে বের হন। এ সময় সিলেট-তামাবিল সড়কের শহরতলীর খাদিম এলাকায় রাস্তা পার হতে গেলে বেপরোয়া গতির একটি পর্যটকবাহী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। তিনি স্বামীর সঙ্গে সিলেট সদর উপজেলা পরিষদের কোয়ার্টার-২ এ থাকতেন। তার দুটি শিশুসন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জাফর ইমাম জানান তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News

বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রী (১৭) কে জোরপূর্বক অপহরণ করে একাধিকবার ধর্ষণের অভিযোগেRead More

দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান: কাইয়ুম চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকRead More
Comments are Closed