Main Menu

মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি কর্মী আটক

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় থানায় অভিযোগ করতে গিয়ে আটক হয়েছেন ১৭১ বাংলাদেশি। দালালদের মাধ্যমে মালয়েশিয়ায় আসা এসব শ্রমিকরা কাজ না পাওয়ায় তাদের এজেন্টদের বিরুদ্ধে ২০ ডিসেম্বর জহুর রাজ্যের কোতা তিঙ্গি জেলার বায়ু দামাই থানায় অভিযোগ দায়ের করতে যান। থানায় অভিযোগ করতে গেলে তাদের আটক করে পুলিশ।

ভালো রোজগারের আশায় মোটা অঙ্কের টাকা ব্যয়ে সম্প্রতি মালয়েশিয়ায় আসেন কয়েকশ’ বাংলাদেশি কর্মী। তবে তাদের অভিযোগ, গত তিন মাস ধরে প্রত্যাশা অনুযায়ী কাজ না মেলার পাশাপাশি থাকা-খাওয়ার সমস্যাসহ নানা দুর্ভোগে পড়েন তারা।

এদিকে দল বেঁধে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এসব অসহায় শ্রমিকদের দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

সোমবার ২৫ ডিসেম্বর কোটা টিংগি ওসিপিডি সুপার হুসেন জামোরা হাওয়া বলেছেন, ১৭১ জন বাংলাদেশি নথিভুক্ত ব্যক্তি ছিলেন যাদের বৈধভাবে কাজের জন্য আনা হয়েছিল।

আটকদের বিষয়ে আরও তদন্তের জন্য জহুর রাজ্যের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed