Main Menu

রাস্তায় যাত্রী তোলার সময় আরেক বাসের ধাক্কায় নিহত ৬

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে রাস্তায় যাত্রী তোলার সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কায় ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই তৈরি পোশাক শ্রমিক।

বুধবার (১১ অক্টোবর) সকাল আটটার দিকে জেলার ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন, ত্রিশালের রাগামারা আহেদ আলী ছেলে সোহেল মিয়া (৩৫)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত বাকি ৪ জন গার্মেন্টসকর্মী। তারা হলেন, সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮), ঈশ্বরগঞ্জের মারোয়াখালি এলাকার আলতাব হোসেন (৬০) ও অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ত্রিশাল থানার উপ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, পোশাক শ্রমিকদের বহন করা একটি বাসের চাকা ফেটে যাওয়া মহাসড়কের ওপর দাঁড়িয়েছিল। এ সময় শ্রমিকরা আরেকটি বাসকে দাঁড়ানোর সঙ্কেত দেয়। তখন ত্রিশাল থেকে ভালুকাগামী দ্রুতগামী একটি বাস ওই শ্রমিকদের সঙ্কেত পেয়ে দাঁড়িয়ে যাত্রী তোলা বাসকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে তিন শ্রমিক মারা যান। আহত হন আরো অন্তত ১৫ জন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও দুই জন।

Share





Related News

Comments are Closed