Main Menu

সিলেটে ১৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন মোগলগাঁও এলাকা থেকে ১৬৫ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার সহ ৪ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মো. সেলিম, ফরহাদ আহমদ, শ্রী শ্যামল, রবিন মিয়া।

পুলিশ জানায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে এসআই সবুজ দাস গুপ্ত’র নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করে। এসময় একটি কাভার্ড ভ্যান থেকে ১৬৫ বস্তা চিনি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে খবর আসে ছাতক-দোয়ারাবাজার থানা এলাকা থেকে ১টি কাভার্ড ভ্যানযোগে অবৈধ ভারতীয় পণ্য লামাকাজী হয়ে সিলেট শহরে প্রবেশ করছে। এর প্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ। পরবর্তীতে আটককৃত মালামাল ও ধৃত আসামিসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে জালালাবাদ থানায় মামলা রুজু করা হয়।

আটককৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed