সিলেটে ১৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন মোগলগাঁও এলাকা থেকে ১৬৫ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার সহ ৪ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মো. সেলিম, ফরহাদ আহমদ, শ্রী শ্যামল, রবিন মিয়া।
পুলিশ জানায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে এসআই সবুজ দাস গুপ্ত’র নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করে। এসময় একটি কাভার্ড ভ্যান থেকে ১৬৫ বস্তা চিনি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে খবর আসে ছাতক-দোয়ারাবাজার থানা এলাকা থেকে ১টি কাভার্ড ভ্যানযোগে অবৈধ ভারতীয় পণ্য লামাকাজী হয়ে সিলেট শহরে প্রবেশ করছে। এর প্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ। পরবর্তীতে আটককৃত মালামাল ও ধৃত আসামিসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে জালালাবাদ থানায় মামলা রুজু করা হয়।
আটককৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
Related News

কক্সবাজার যাওয়া ছয় শ্রমিককে ২০ হাজার টাকা করে বিক্রি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি গ্রামের ছয়জন রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে কক্সবাজার গিয়ে ৬দিনRead More

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে শিক্ষার ক্ষেত্রে আমার সুনজর রয়েছে: সৈয়দা আদিবা হোসেন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেট-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেনRead More
Comments are Closed