ফুলপরীকে নির্যাতনে জড়িত ছাত্রলীগ নেত্রীসহ ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারীদের দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথম বর্ষের এক শিক্ষার্থী ফুলপরী খাতুনকে রাতভর বিবস্ত্রকরে নির্যাতনের ঘটনায় ৫ অভিযুক্তকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।
শনিবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যুয়ালয়টির প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ।
বিশ্ববিদ্যালয় ছাত্র সংশ্লিষ্ট ৮ ধারা মোতাবেক সর্বোচ্চ শাস্তি এটি।
পাঁচ বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, পরিসংখ্যান বিভাগের সানজিদা চৌধুরী ওরফে অন্তরা, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহান।
বহিষ্কৃতদের মধ্যে সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। অন্যরা ছাত্রলীগের কর্মী ছিলেন বলেও জানা যায়। নির্যাতনের ঘটনা সামনে আসার পরপরই পাঁচজনকেই সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
Related News

প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, দুই ভারতীয় নাগরিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এRead More

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কায় সেলিম উদ্দিন (২৫) নামেRead More
Comments are Closed