পেনশনের টাকার জন্য বৃদ্ধকে খুন, মা মেয়েসহ গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পেনশনের টাকা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজেরই স্ত্রী-মেয়েরা শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর (বালিধারা) গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহত রফিকুল ইসলাম সিদ্দিকীর ভাই সিরাজুল ইসলাম সিদ্দিকী শনিবার (২৭ মে) সকালে থানায় বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
পরে পুলিশ রফিকুলের স্ত্রী মিছফা আক্তার জোৎস্না (৫৫), মেয়ে শারমিন আক্তার (৩০), শেখ তাজরিন আক্তার (২১) ও তার স্বামী মেহেদী হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর (বালিধারা) গ্রামের মৃত আছলম মিয়ার ছেলে শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী ইউসিবি ব্যাংকের সাবেক কর্মচারী। তার পেনশনের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী ও মেয়েদের সঙ্গে বিরোধ চলছিলো। স্ত্রী-সন্তানেরা মিলে তার পেনশনের টাকা হাতিয়ে নিতে প্রায়ই ঝগড়াবিবাদে লিপ্ত হতেন। স্থানীয়ভাবে কয়েকবার বিষয়টি নিয়ে সালিশ হয়। শুক্রবার রাতেও আত্মীয়স্বজনদের নিয়ে সালিশ হয়। পরে রাতেই রফিকুল ইসলামকে তার স্ত্রী ও সন্তানেরা হত্যা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে বলে জানান তিনি।
Related News
মৌলভীবাজারে নারী শিক্ষককে ধর্ষণ, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জামিয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার সাবেক নারী শিক্ষককেRead More
কমলগঞ্জে একদফা দাবীতে স্কুল শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডেRead More
Comments are Closed