পেনশনের টাকার জন্য বৃদ্ধকে খুন, মা মেয়েসহ গ্রেপ্তার ৪

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পেনশনের টাকা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজেরই স্ত্রী-মেয়েরা শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর (বালিধারা) গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহত রফিকুল ইসলাম সিদ্দিকীর ভাই সিরাজুল ইসলাম সিদ্দিকী শনিবার (২৭ মে) সকালে থানায় বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
পরে পুলিশ রফিকুলের স্ত্রী মিছফা আক্তার জোৎস্না (৫৫), মেয়ে শারমিন আক্তার (৩০), শেখ তাজরিন আক্তার (২১) ও তার স্বামী মেহেদী হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর (বালিধারা) গ্রামের মৃত আছলম মিয়ার ছেলে শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী ইউসিবি ব্যাংকের সাবেক কর্মচারী। তার পেনশনের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী ও মেয়েদের সঙ্গে বিরোধ চলছিলো। স্ত্রী-সন্তানেরা মিলে তার পেনশনের টাকা হাতিয়ে নিতে প্রায়ই ঝগড়াবিবাদে লিপ্ত হতেন। স্থানীয়ভাবে কয়েকবার বিষয়টি নিয়ে সালিশ হয়। শুক্রবার রাতেও আত্মীয়স্বজনদের নিয়ে সালিশ হয়। পরে রাতেই রফিকুল ইসলামকে তার স্ত্রী ও সন্তানেরা হত্যা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে বলে জানান তিনি।
Related News

কমলগঞ্জে ৪০০ চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৪শত শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববারRead More

কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক খুরশেদ আলী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ভা-ারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.Read More
Comments are Closed