হারিয়ে যাওয়া ছবি গুগল ফটোস থেকে ফেরাবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক: মেমোরি কার্ড বা পেনড্রাইভ থেকে হারিয়ে গেলেও গুগল ফটোস-এ ছবি থেকে যায়। সেখান থেকে ছবি ও ভিডিও ডাউনলোডও করা যায়।
বেশিরভাগ মানুষই যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের অনেকেই গুগল ফটোস-এ ছবি রাখেন। গুগল ফটোস একটি অ্যাপ। এটি ক্লাউড স্টোরেজের মতো কাজ করে। এছাড়া ফোনের সমস্ত ছবি, ভিডিওগুলোকে নিরাপদ রাখে। অর্থাৎ এর সবচেয়ে বড় সুবিধা হল- ব্যাকআপ নেওয়া থাকলে পুরনো ছবিও খুঁজে পাওয়া যায়। মেমোরি কার্ড বা পেনড্রাইভ থেকে হারিয়ে গেলেও গুগল ফটোস-এ ছবি থেকে যায়। এরপর সেখান থেকে ছবি ও ভিডিও ডাউনলোড করা যায়।
গুগল ফটোস থেকে ছবি ও ভিডিও ডাউনলোড করার উপায়গুলো জেনে নিন-
আপনি মোবাইল বা ডেস্কটপে এই পদক্ষেপগুলো মেনে চললেই আপনার পছন্দমতো ছবিগুলো ডাউনলোড করতে পারবেন।
গুগল ফটোস থেকে ছবি ডাউনলোড করতে প্রথমে গুগল-এ যান এবং ‘গুগল টেইকআউট’ টাইপ করুন। এটি লেখার পরে, আপনি আপনার গুগল অ্যাকাউন্টে যান। এখন এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে যান। তারপর আপনি ‘ডাউনলোড ইউর ডাটা’ অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন। এখানেই আপনার কাজ শেষ।
এরপরে আপনি যদি গুগল অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত কোনও ডেটা ডাউনলোড করতে চান, তা বেছে নিন। যেমন- আপনাকে গুগল ফটোস বেছে নিতে হবে। এবার ‘ডিসিলেক্ট অল’ অপশনে ক্লিক করুন। তারপরে গুগল ফটো বেছে নিন। এটি করার পরে আপনাকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করতে হবে। আপনি ইমেলের অপশনটি বেছে নিন।
তারপরেই আপনি এক্সপোর্ট অপশনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করুন। এরপরে ফাইলের আকার বেছে নিতে হবে। সেখানে আপনি সর্বাধিক ৫০ জিবি সিলেক্ট করবেন। এর কারণ হলো যাতে আপনার সমস্ত ফাইল একই ফোল্ডারে আসে। আর সঙ্গে সঙ্গেই এক্সপোর্ট শুরু হবে। আর শেষ হওয়ার পরেই আপনি একটি ডাউনলোড লিঙ্ক পাবেন আপনার মেইল-এ।
Related News

ইন্টারনেট সেবাদানকারী ৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চারটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইপিটিএসপি) লাইসেন্স বাতিলRead More

আগামী বছর বাজারে আসছে দেশে নির্মিত প্রথম ইলেকট্রিক গাড়ি
প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানা স্থাপনে ম্যাংগো টেলিসার্ভিসেস এর সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশRead More
Comments are Closed