Main Menu

সিলেটে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ মে) এই জরিমানা আদায় করা হয়।

জানা যায়, সোমবার দুপুরে নগরীর লালদিঘীরপাড়, আম্বরখানা ও দরগাহ গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়।

অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর লালদিঘীরপাড়স্থ আজিজ এন্টারপ্রাইজে নকল ও নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়, বিদেশি কসমেটিকসে আমদানি ও স্টিকারবিহীন বিক্রয়, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ৫০ হাজার টাকা এবং পোড়া তেল ও টেক্সটাইল রং ব্যবহার করে খাবার প্রস্তুতকরণসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে খাসদবীর এলাকার সুরুচি ফুডসে ২৫ হাজার টাকা ও দরগা গেইট এলাকার সিলেটি রেস্টুরেন্টকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহায়তা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সরফরাজ হোসেনসহ র‍্যাব-৯ এর একটি টিম।

এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এদিকে, সিলেটের বিয়ানীবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, সোমবার (১৫ মে) উপজেলার জামান প্লাজাস্থ মেসার্স আরিফ লেডিস কর্ণারে অভিযান চালিয়ে বিএসটিআই নিষিদ্ধকৃত চাদনী ও গৌরি স্কীনক্রীম বিক্রয় করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ অনুসারে দশ হাজার টাকা এবং কলেজ রোড মেসার্স ফেন্সি ফেয়ারে অভিযান পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসলিমের নেতৃত্বে মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সুমন প্রমুখ।

Share





Related News

Comments are Closed