Main Menu

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিকূল আবহাওয়া ও বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার (১৪ মে) অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১২ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে আগামী রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের রোববারের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা বোর্ডগুলো হলো কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।

 

Share





Related News

Comments are Closed