জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিকূল আবহাওয়া ও বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার (১৪ মে) অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১২ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে আগামী রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের রোববারের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা বোর্ডগুলো হলো কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।
Related News
সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ পেলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৮তম ও সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থায়ী সনদ পেয়েছে মেট্রোপলিটনRead More
এইচএসসির ফল প্রকাশ ১৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ অক্টোবর প্রকাশ করাRead More
Comments are Closed