কুলাউড়ায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবির ২ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার আলীনগর সীমান্তের লোটাবিল এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহতরা হলেন, আলীনগর বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. হাসিবুল ইসলাম ও সিপাহি মো. সাখাওয়াত হোসেন। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
বিজিবির পক্ষ থেকে রোববার রাত ৮টার দিকে তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ।
অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারেন রাতে একদল চোরাকারবারি সীমান্ত এলাকায় চোরাচালান করবে। ওই সংবাদের ভিত্তিতে আলীনগর সীমান্তের লোটাবিল এলাকায় বিজিবি আগে থেকেই অবস্থান নেয়। রাত ১০টার দিকে একটি পিকআপ ভ্যানে ভারতীয় নাসির বিড়ি লোড করতে দেখেন বিজিবির সদস্যরা। এ সময় তারা চোরাচালান প্রতিরোধের চেষ্টা করলে চোরাকারবারিরা টহল দলের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও ৪ রাউন্ড ফাঁকা গুলি করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপভ্যান ও ২টি মোবাইল ফোনসহ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে জব্দ করা হয়।
জানা যায়, আলীনগর সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা। সীমান্তের এই এলাকা চোরাকারবারিদের অনেকেই নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে। বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে বেশ কয়েকটি বড় চালান আটক করা হয়।
এলাকাবাসীর দাবি, চোরাচালানের সঙ্গে দুই দেশের অনেক বড় মাস্টারমাইন্ডরা জড়িত রয়েছে। তাদের সহযোগিতা করে সীমান্তের কিছু মানুষ। যার ফলে চোরাচালান নিয়মিত এ রুট দিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যায়।
এ বিষয়ে আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদারকেও একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নুসরাত জাহান জানান, সন্ধ্যায় বিজিবির ২ সদস্য হাসপাতালে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News

কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি ও অগ্নিকান্ডেRead More

কমলগঞ্জে ৭ খন্ড গাছসহ মোটরসাইকেল ও টমটম আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার আদমপুর থেকে নইনারপার সড়কের পাশ থেকে ৫টি আকাশমনি গাছ কেটেRead More
Comments are Closed