Main Menu

প্রেমের টানে ভারতীয় তরুণী সিলেটে

বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের টানে সিলেটের জৈন্তাপুর উপজেলায় এসে আটক হলেন এক ভারতীয় তরুণী। বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারী) দুপুর ১টার দিকে উপজেলার গোয়াবাড়ী মুজিবনগর থেকে ওই তরুণীকে আটক করে বিজিবি।

আটক তরুণীর নাম নাইকো দাস (১৯)। সে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে। তাকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হবে।

প্রেমিক আলমাস উদ্দিনকে (২৫) বিয়ে করতে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামে ছুটে আসেন নাইকো দাস।

আটকের পর নাইকো দাস জানান, ফেসবুকে আলমাস নামের বাংলাদেশি ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আলমাসের কথামতো তাকে বিয়ে করতে তিনি নিজ দেশ ছেড়ে সিলেট চলে আসেন।

আলমাস ও নাইকো

আটকের বিষয়টি নিশ্চিত করে ১৯ বিজিবি জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় নাইকো দাসকে আটক করা হয়। ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে।

নাইকো জানায়, ফেসবুকে জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলা উদ্দিনের ছেলের সঙ্গে পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরে কথা বার্তা হতো। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর প্রেক্ষিতে ওই যুবকের পরামর্শে সে বাংলাদেশে আসে।

Share





Related News

Comments are Closed